ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিল আমিরাত

0
119

করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন পরীক্ষা শুরু করার ছয় সপ্তাহ পরই তা জরুরি ব্যবহারের জন্য অনুমতি দিল সংযুক্ত আরব আমিরাত।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার দেশটিতে চীনা টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি ভ্যাকসিনের পরীক্ষার অনুমতি দেওয়া হয়।

জুলাইয়ে আরব আমিরাতে কভিড-১৯ টিকার তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করে সিনোফার্ম। তবে ভ্যাকসিনটির পরীক্ষা শেষ হয়নি এখনো।

ফলে করোনা প্রতিরোধে যুক্ত ২১ হাজার স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা চালানোসহ কয়েকটি মানদণ্ডের ওপর ভিত্তি করে এ অনুমতি দেওয়া হয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক টুইটে জানায়, করোনার সংস্পর্শে এসে সর্বোচ্চ ঝুঁকিতে থাকা দেশের প্রতিরক্ষাকাজে নিয়োজিত প্রথম সারির নায়কদের এ ভ্যাকসিন দেয়া হবে।

আরব আমিরাতে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এমন ঘোষণা দিল কর্তৃপক্ষ। শনিবার দেশটিতে এক দিনে ১ হাজার ৭ জন রোগী শনাক্ত হয়েছিল, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। গতকাল দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে ৭৭৭ জন করোনা রোগী।

আমিরাত কর্তৃপক্ষ আরও জানায়, ভ্যাকসিন দেওয়ার পর মৃদু পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি থাকতে পারে, তবে এতে গুরুতর কিছু ঘটবে না। যদিও পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

তবে অনেক ক্রনিক রোগীও ভ্যাকসিনটির পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের ক্ষেত্রেও জটিল কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

মধ্যপ্রাচ্যের দেশটিতে এখন পর্যন্ত ৮০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, এর মধ্যে মারা গেছেন ৩৯৯ জন।