সিরাজগঞ্জ

শাহজাদপুরে বিশিষ্ট সমাজসেবক আসকার শেখের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী জামায়াতে যোগদান

মাহবুবুল আলম,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা জোতপাড়া গ্রামে সম্প্রতি জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ আসকার শেখ, আলমাছ আলী ও রাশেদুল ইসলাম। তাদের সঙ্গে আরও বিপুল সংখ্যক নেতা-কর্মী ও এলাকাবাসী এই দলে যোগ দেন।

রবিবার (৫ অক্টোবর) রাতে জোতপাড়া গ্রামে এ যোগদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

মোঃ আসকার শেখ দীর্ঘদিন ধরে সমাজসেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কার, গ্রামের রাস্তাঘাট মেরামত, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি ছিলেন সক্রিয়। তার নিরলস প্রচেষ্টা ও জনসেবামূলক কাজে তিনি এলাকায় ‘গরীবের আস্থা’ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।

এই যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের মূল উদ্দেশ্য সমাজ পরিবর্তন, ন্যায়ের পক্ষে অবস্থান ও ইসলামী আদর্শে সমাজ গঠন করা। আমরা বিশ্বাস করি, জামায়াতে ইসলামীর মাধ্যমে এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব।”

উক্ত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাস্টার মোঃ আব্দুল মালেক ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

উপজেলা জামায়াতের আমীর বলেন, জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। এই সংগঠন সব সময় ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নির্দেশ দেয়।

তিনি আরও বলেন, ততক্ষন পর্যন্ত নেতার আনুগত্য করবেন যতক্ষন পর্যন্ত নেতা কোরআন ও হাদিসের পক্ষে কথা বলেন। অনেকে আমাদের বলে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রয় করি, আমরা তাদের বলতে চাই বাংলাদেশ জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট বিক্রয় করেনা বরং জান্নাতে যাওয়ার রাস্তা দেখায়। আসুন আমরা কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ে তুলি।

স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন এই নেতৃত্ব জামায়াতের কার্যক্রমকে আরও বেগবান করবে এবং এলাকার জনগণের সেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

এ যোগদানে এলাকার সাধারণ মানুষও সন্তোষ প্রকাশ করেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই উদ্যোগ এলাকার সার্বিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

এই বিভাগের আরও সংবাদ