দিনাজপুর

ঘোড়াঘাটে বুলাকীপুর ইউনিয়ন যুবদলের কর্মী সন্মেলন অনু্ষ্ঠিত

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা শাখার অর্ন্তগত বুলাকীপুর ইউনিয়ন যুবদলের কর্মী সন্মেলন অনু্ষ্ঠিত হয়েছে।

কর্মী সম্মেলনে বুলাকীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবদলের নেতা কর্মীরা যোগ দেন।

রোববার বিকালে ঘোড়াঘাট উপজেলা যু্বদলের আয়োজনে বলগাড়ী দারুল হুদা দ্বি- মুখী ফাজিল মাদ্রাসা মাঠে এ কর্মী সন্মেলন অনু্ষ্ঠিত হয়।

এতে উপজেলা যু্বদলের আহবায়ক মো.জহুরুল ইসলাম শান্তর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মোফাজ্জল হোসেন প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা যুবদলের আহবায়ক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ। প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন,জেলা যুবদলের সদস্য সচিব মো.রেজাউর রহমান রেজা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতির আব্দুস সাত্তার মিলন,জেলা যু্বদলের যুগ্ম আহবায়ক মো.খায়রুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ চৌধুরী,মোশারফ হোসেন খোকন ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মফিদুল ইসলাম,উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেজবাউল আলম জুয়েল সরকার,উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের হোসেন সাদ্দাম।

অনুষ্ঠানে যুবদলের জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ