বাল্য বিয়ে: সিরাজদিখানে কনের মাকে ৫০ হাজার টাকা জরিমানা

0
87
প্রতীকী

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখান উপজেলায় বাল্য বিয়ে দেওয়ায় গতকাল সোমবার সন্ধ্যায় ইউএনও আশফিকুন নাহার কনের মা শিউলি বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

জানা যায়, গত ২১ আগষ্ট উপজেলার বাসাইল গ্রামের সুলতান মোল্লার মেয়ে শান্তা আক্তারের (১৬)সঙ্গে একই উপজেলার রশুনিয়া ইউনিয়নের উজ্জল শেখের বিয়ের দিন ধার্য করা হয় । গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে বিয়ে ভেঙ্গে দেন এবং কনের মা শিউলি বেগম মেয়ের বিয়ের বয়স না হওয়া পর্যস্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন।

কিন্তু গত মাসের ২৫ আগষ্ট দুই পরিবার গোপনে ঢাকায় বিয়ে সম্পন্ন করেন। খবর পেয়ে গতকাল সোমবার বিকেলে কনের মা শিউলি বেগমকে আটক করে এবং উপজেলা ইউএনও কনের মাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।