রাজশাহী বিভাগে আরও দুই মৃত্যু, নতুন শনাক্ত ৯০

0
89

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার বিভাগের বগুড়া জেলায় মারা যান তারা। এ দিন বিভাগে নতুন ৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। রোববার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভাগে এখন মোট মৃতের সংখ্যা ২৮৩ জনে দাঁড়াল। এর মধ্যে সর্বোচ্চ ১৭২ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে নয়জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

শনিবার শনাক্ত হওয়া ৯০ জনের মধ্যে ৩১ জনের বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীতে ১৪ জন, নওগাঁয় ২০ জন, নাটোরে সাতজন, জয়পুরহাটে ১৩ জন, বগুড়ায় ৩১ জন এবং সিরাজগঞ্জে পাঁচজন শনাক্ত হয়েছেন।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৯১৪ জন। এর মধ্যে সর্বোচ্চ ৭ হাজার ১৬০ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৭৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৩৮ জন, নওগাঁয় এক হাজার ২৩৭ জন, নাটোরে ৯৩১ জন, জয়পুরহাটে এক হাজার ২৪ জন, সিরাজগঞ্জে ২ হাজার ১৮ জন এবং পাবনায় এক হাজার ৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

শনিবার রাজশাহী বিভাগে সুস্থ হয়েছেন ৮৭ জন। এর মধ্যে রাজশাহীর ১৭ জন, বগুড়ার ৫৫ জন, সিরাজগঞ্জের তিনজন এবং পাবনার ১২ জন করোনা জয় করেছেন। বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৭৬৬ জন।

এর মধ্যে রাজশাহীর ৩ হাজার ৬০৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬২৩ জন, নওগাঁর এক হাজার ৮৬ জন, নাটোরের ৭১৭ জন, জয়পুরহাটের ২৩০ জন, বগুড়ার ৬ হাজার ১৩৭ জন, সিরাজগঞ্জের এক হাজার ৪১১ জন এবং পাবনার ৯৫৩ জন করোনামুক্ত হয়েছেন।