করোনা মুক্ত হয়েছেন লিক লি, অপেক্ষা বাড়ল সাইফের

0
89

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে প্রথমবার করোনা টেস্ট করা হয় জাতীয় দলের ক্রিকেটারদের। তাতে পজেটিভ আসে ওপেনার সাইফ হাসান ও ট্রেনার লিক লির। সাইফ প্রথমবার আক্রান্ত হলেও নিক লি দ্বিতীয়বার করোনা পজিটিভ হন।

গত ৬ সেপ্টেম্বর করোনা পরীক্ষা করা হয় তাদের। ৮ তারিখে ফলাফল পাওয়ার পর আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) জানা যায় লিক লি করোনা মুক্ত হয়েছেন। লি মুক্ত হলেও সাইফের শরীরে এখনও ভাইরাসের অস্তিত্ব রয়ে গেছে।

বিসিবির চিকিৎসক দেবাশিষ জানান, ‘গতকাল শনিবার করোনা পরীক্ষা করা হয় লিক লি’র। তাতে তার ফল নেগেটিভ আসে। এছাড়া সাইফ হাসানের পরীক্ষা এখনো করা হয়নি। পরীক্ষা করার মতো সময় হলে রিপোর্ট। জানা যাবে।’

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, ‘লিক লিসহ কোচিং স্টাফদের মোট পাঁচ জনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।’ করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটাররা এরিমধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছে গত ৯ সেপ্টেম্বর থেকে।