মারা গেলেন গণপরিষদ সদস্য মমতাজ বেগম

0
109

বাংলাদেশের স্বাধীনতার আগে ১৯৭০ সালে নির্বাচিত গণপরিষদের সদস্য ও বর্তমান জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

শনিবার (১৬ মে) রাতে রাজধানীর ভুতের গলিতে নিজের বাসায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

জাতীয় মহিলা সংস্থার পরিচালক জি এম রফিকুল ইসলাম রোববার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম বলেন, তার বয়স হয়েছিল অনেক। তিনি লাঠিতে ভর দিয়ে হাঁটতেন। কয়েক দিন ধরেই তার জ্বর ছিল। শ্বাসকষ্টের সমস্যা ছিল।

মমতাজ বেগম একজন মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ১৯৭০ এর নির্বাচনে যে সাতজন নারী জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন, মমতাজ বেগম তাদেরই একজন।

মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বার্তায় বলেছেন, জাতীয় মহিলা সংস্থার সাবেক এ প্রতিভাধর চেয়ারম্যান স্বীয় কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাকসূরা নূর জানান, করোনা পরিস্থিতির মধ্যে মৃত্যু হলেও করোনাভাইরাস পরীক্ষায় তার মধ্যে সংক্রমণ পাওয়া যায়নি।

রোববার জোহরের নামাজের পর ভুতের গলি জামে মসজিদে জানাজা শেষে ঢাকায় মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।