নীলফামারীতে প্রতিবন্ধী কার্ড পেতে ভোগান্তির শিকার প্রতিবন্ধীরা

0
80

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী সদর সমাজসেবা অধিদপ্তর পরিচালিত প্রতিবন্ধী কার্ড প্রদানে ভোগান্তির অভিযোগ উঠেছে অফিস কর্মচারীর বিরুদ্ধে। প্রতিবন্ধী ভোগীরা সাংবাদিকদের এ অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সরজমিনে নীলফামারী সমাজ সেবা কার্যলে গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

প্রতি বুধবার দেওয়ার কথা বললেও পরের বুধবার আসলে দেওয়া হয়না প্রতিবন্ধী কার্ড। এভাবেই প্রতি বুধবারের পর বুধবার ঘুরান সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা গোলাম রাব্বী।

এসময় ভুক্তভোগীরা তরঙ্গ নিউজকে জানান, প্রতিবন্ধী কার্ডের আবেদন করার ৬ মাসও আমাদের কার্ড দেয়া হয়নি এবং প্রতি সপ্তাহের বুধবার দিবে বলে আসতে বলেন সামনের বুধবার।

ভূক্তভোগীরা আরো বলেন, আমরা গরীব প্রতিবন্ধী প্রতি সপ্তাহে এভাবে আমাদের আসতে গেলে যাতায়েত ভাড়া সহ অনেক সমস্যায় পড়তে হয়। এভাবে আমাদের না ঘুড়িয়ে আবেদনের যথা সময়ে আমাদের প্রতিবন্ধী কার্ড দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি।