ব্রাহ্মণবাড়িয়া
আপনারা পাশে থাকলে, কোনো শক্তিই আমাদের থামাতে পারবে না ইনশাআল্লাহ: কবীর আহমেদ ভূঁইয়া


জনগণের ভালোবাসা, দলীয় নেতাকর্মীদের সাহস আর ত্যাগের শক্তি—এই তিনটি অস্ত্রই আমাদের সবচেয়ে বড় সম্বল।
দেশের সংকটময় মুহূর্তে যাঁরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিয়েছেন—আপনাদের সবার প্রতি রইল হৃদয়ভরা কৃতজ্ঞতা।
আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ শক্তির সামনে কোনো ষড়যন্ত্র কিংবা অপপ্রচার টিকবে না। জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার সংগ্রাম আর তারেক রহমানের নেতৃত্বে আমরা অগ্রসর হচ্ছি নতুন বাংলাদেশের পথে।
আপনারা পাশে থাকুন। আমরা বিজয়ী হবেই ইনশাআল্লাহ।