রাজশাহী জেলা পুলিশের “মোবাইলএসএমএস”সেবা শুরু

0
158
smart

চারঘাট রাজশাহী প্রতিনিধি: সর্ব ক্ষমতার অধিকারী মানব সেবায় রাজশাহী জেলা পুলিশের সেবাদান একধাপ এগিয়ে। বিট পুলিশিং এর মাধ্যমে আইন সেবা পেতে জেলার সকল থানায় অভিযোগকারীকে দূভোর্গ পোহাতে হবে না। প্রতিটি থানাধীন এলাকার ওয়ার্ড ও ইউনিয়নের সকল স্তরের মানুষকে আইনি সেবা দেয়ার লক্ষে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।

জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ তত্ত্বাবধায়নে জেলার ০৮টি থানায় এই কার্যক্রম চালু হয়েছে। সোমবার বিকালে চারঘাট মডেল থানার পৌসভার ১-২ এবং ৩ নং ওয়ার্ডে বিট পুলিশের শুভ সূচনা করেন এসআই অপূর্ব কুমার ঘোষ। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসাল মামুন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক, বিট সহকারী কর্মকর্তা এএসআই আশরাফুলসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।