দিনাজপুর

স্বাস্থ্য ক্যাম্পে ৪৮ জন রোগী পেলেন বিনামূল্যের চশমা

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী চক্ষু বিষয়ক বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের পিপিইপিপি – ইইউ প্রকল্পের আওতায় ও মরিয়ম চক্ষু হাসপাতালের সার্বিক পরিচালনায় নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প হতে মোট ১১৫ জন রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়, প্রায় ৪৮ জন কে বিনামূল্যে চশমা এবং ৩৬ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানী অপারেশন এর ব্যবস্থা করা হয় ।

স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন জনাব মো: শাফিকুল ইসলাম, অধ্যক্ষ, নবাবগঞ্জ মহিলা কলেজ। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন,মেডিকেল অফিসার ডা. শাফিউল হাসান।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উপ- অধ্যক্ষ ফরহাদ হোসেন, টেকনিক্যাল অফিসার মেহেদী হাসান,সহকারী টেকনিক্যাল অফিসার রিমা আক্তার, লক্ষী সরেন সহ প্রমূখ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button