মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী মারা গেছেন

0
89

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জিয়াউদ্দিনকভিড-১৯ আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। দুই সন্তান ও স্ত্রীসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেন জিয়াউদ্দিন তারিক আলীর ভাগনি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মালিহা আহমেদ। তিনি সোমবার বেলা সাড়ে ১২টায় দেশ রূপান্তরকে বলেন, “দুই সপ্তাহের বেশি সময় ধরে করোনা আক্রান্ত ছিলেন জিয়াউদ্দিন তারিক আলী। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।”

দাফনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান মালিহা আহমেদ। তিনি বলেন, “উনি মরণোত্তর দেহদান করে গেছেন। কিন্তু করোনা রোগীর দেহদান করা যাবে কি-না? এই ব্যাপারে ওনার পরিবার ও চিকিৎসকেরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।”

জিয়াউদ্দিন তারিক আলী ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।