অস্কারজয়ী পরিচালক জিরি মেঞ্জেল মারা গেছেন

0
96

প্রভাবশালী চেক পরিচালক জিরি মেঞ্জেল আর নেই। ১৯৬৬ সালে তার ‘ক্লোজলি ওয়াচড ট্রেনস’ সিনেমাটি বিদেশি ভাষার সেরা সিনেমা বিভাগে অস্কার লাভ করে।

মৃত্যুকালে মেঞ্জেলের বয়সে হয়েছিল ৮২ বছর। তার স্ত্রী ওলগা মেঞ্জেলভা ফেইসবুক পেজে প্রয়াণের খবরটি জানান।

১৯৬০ এর দশকের চেক নিউ ওয়েব ধারার সিনেমার উল্লেখযোগ্য পরিচালক জিরি মেঞ্জেল।

এ নির্মাতা গুরুতর শারীরিক জটিলতায় ভুগছিলেন কয়েক বছর ধরে। ২০১৭ সালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। এর পর থেকে প্রকাশ্যে খুব কমই এসেছেন।

ওগলা বিবৃতিতে স্বামী ধন্যবাদ জানান। বলেন, তার সান্নিধ্যে প্রতিটি দিন অসাধারণ ছিল। গত তিন বছর খুব কঠিন সময় গেলেও জিরির প্রতি তিনি কৃতজ্ঞ সেই দিনগুলোর জন্য।

আরও জানান, শনিবার প্রাগে নিজ বাড়িতে জিরি মেঞ্জেল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বহমি হ্রাবলের উপন্যাস অবলম্বনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জার্মান অধিকৃত চেকস্লোভাকিয়ার কাহিনি নিয়ে নির্মিত হয় বিখ্যাত ‘ক্লোজলি ওয়াচড ট্রেনস’। পরেও তারা একসঙ্গে কাজ করেন। এর মধ্যে আছে ২০০৬ সালের ‘আই সার্ভড দ্য কিং অব ইংল্যান্ড’।

নিজের প্রজন্মের অন্য পরিচালকের মতোই ক্ষমতা থাকা কমিউনিস্ট শাসকদের রোষে পড়েছিলেন জিরি মেঞ্জেল। ১৯৬৯ সালে তার নির্মিত ‘লার্কস অন আ স্ট্রিং’ ১৯৯০ সালের আগে নিজ দেশে প্রদর্শিত হতে পারেনি। ছবিটি বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন বিয়ার পুরস্কার লাভ করে।

তার সিনেমায় চিত্রিত হয়েছে জীবনের অম্ল-মধুর অভিজ্ঞতা। যা ছিল হাস্যরস ও স্মৃতিকাতরতায় ভরপুর।

মেঞ্জেলের ১৯৮৫ সালের ছবি ‘মাই সুইট লিটল ভিলেজ’ অস্কারের জন্য মনোনয়ন লাভ করে। আরও অনেক ছবি ক্ল্যাসিকের মর্যাদা পেয়েছে।

পরিচালনার পাশাপাশি অনেক ছবি ও নাটকে অভিনয় করেছেন জিরি মেঞ্জেল।

তার স্ত্রী ওলগা একজন প্রযোজক। তারা ২০০৪ সালে বিয়ে করেন।

জিরি মেঞ্জেলের জন্ম ১৯৩৮ সালের ২৩ ফেব্রুয়ারি প্রাগে।