মার্কিন নির্বাচনের আগে আরো উত্তপ্ত বর্ণবাদবিরোধী আন্দোলন

0
120

যুক্তরাষ্টের নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে বর্ণবাদবিরোধী আন্দোলন। ড্যানিয়েল প্রুডের মৃত্যুর ঘটনা সামনে আসার পর নতুন ফুসে উঠেছে দেশটি। রচেস্টার, পোটল্যান্ডসহ বেশ কয়েকটি শহরে পুলিশের সাথে বিক্ষোভকারিদের দফায় দফায় সংঘর্ষ ঘটছে। গেলো মার্চে নিউইয়র্কে ড্যানিয়েল পুলিশি নিপীড়নে মারা যান। সম্প্রতি পুলিশের ওই বর্বরতার ভিডিও ফুটেজ প্রকাশ পেলে ফুঁসে উঠে চলমান আন্দোলন। বাধ্য হয়ে ড্যানিয়েলের মৃত্যুর তদন্তে গ্র্যান্ড জুরি গঠনের ঘোষণা করেছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল।

ড্যানিয়েল প্রুডের মৃত্যুর ঘটনায় শনিবার রাতে নিউইয়র্কের রচেস্টারে প্রায় দুই হাজার আন্দোলনকারী রাস্তায় নেমে আসে। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম কেন্দ্র পোটল্যান্ড ছাড়াও বিক্ষোভ অব্যাহত রয়েছে দেশটির বিভিন্ন শহরে। এদিকে, এদিকে পুলিশের গুলিতে আহত কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেক হাসপাতালের বিছানা থেকেই সাক্ষ্য দিয়েছেন। নিজেকে দাবি করেছেন নির্দোষ হিসেবে। ২৩ আগস্ট কেনোসায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে জ্যাকব ব্লেক এখনও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ তাকে পেছন থেকে ৭টি গুলি করেছিল। এ ঘটনাকে কেন্দ্র করে কেনোসায় তুমুল বর্ণবাদবিরোধী বিক্ষোভ শুরু হয়।

জ্যাকবের পাঁয়ের অবস্থা এতটাই খারাপ যে, আবার হাঁটতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে চিকিৎসকদের। মে মাসে জ্যাকবের বিরুদ্ধে এক নারীকে যৌন হামলার অভিযোগ আনা হয়। হাসপাতালের বিছানা থেকে জুম অ্যাপের মাধ্যমে আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। শেষ পর্যন্ত এই উত্তপ্ত পরিস্থিতি যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে কী ধরনের প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।