একাত্তরের সাথে ২৪শের কোন ভাবে তুলনা করা যাবে না: রাশেদ খাঁন


কুষ্টিয়া প্রতিনিধিঃ একাত্তরের সাথে ২৪শের কোন ভাবে তুলনা করা যাবে না। একাত্তর আমাদের একটি স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছে। এই স্বাধীনতা কখনো অন্য কোন বিপ্লব অভ্যুত্থানে আন্দোলনের সাথে তুলনা করা যাবে না। একাত্তরের শহিদরা আমাদের পথ দেখিয়েছেন বলেই, সে কারনে আমরা আন্দোলন করার সাহস পেয়েছি। আগামী ৬মাসের মধ্যে আওয়ামী লীগের যারা অপরাধী এদের রায় দিতে হবে এবং দুই এক মাসের মধ্যে গনহত্যার বিচার করতে হবে।
বুধবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারতে এসে এসব কথা বলেন কেন্দ্রীয় গনঅধিকার পরিষদের (জিওপি) সাধারণ সম্পাদক রাশেদ খান।
সংস্কার ও বিচার ব্যতিত নির্বাচন মেনে নেওয়া হবে না- এনসিপি নেতা নাহিদ এর এমন মন্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিওপি’র এই নেতা রাশেদ খাঁন বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। এবং ডিসেম্বরের আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গনহত্যার বিচার, আওয়ামী লীগের যারা গনহত্যার সাথে জড়িত তাদের ফাসির রায় দিতে হবে।রায় দিয়ে হবে এবং দুমাসের মধ্যে তাদের ফাসি দিয়ে গণহত্যার বিচারের দাবি জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাহিদ যে সব কথা বলছেন, সে সকল কথা এখন তার মুখে মানায় না। গত ৫ আগস্ট গনঅভ্যুত্থানের পর উপদেষ্টার দায়িত্বে থেকে এনসিপির আহবায়ক কি করেছেন। এখন দায়িত্ব ছেড়ে দিয়ে তালবাহানা করছেন।
রাশেদ খান বলেন, গণহত্যার বিচার নিয়ে তালবাহানা চলবে না। গণহত্যার বিচার দীর্ঘমেয়াদী করলে আওয়ামী লীগের বিচার এদেশে হবেনা বলেও মন্তব্য করেন তিনি। আগামী ছয়মাসের মধ্যে আওয়ামী লীগের যারা অপরাধী এদের বিচারের আওতায় এনে রায় দিয়ে হবে এবং দুমাসের মধ্যে তাদের ফাসি দিয়ে গণহত্যার বিচারের দাবি জানান তিনি।
রাশেদ খান আরো বলেন, জনগণকে সেনাবাহিনীর মুখে দাড় করালে আর একটি এক এগারোর সৃষ্টি হবে এতে করে হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ফিরিয়ে আসবে।আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীর মধ্যে এই ষড়যন্ত্র শুরু হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, কেন্দ্রীয় কমিটির সহযোগী কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আহসান হাবিব, গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক, পৌর কমিটির সভাপতি ভিপি রঞ্জু, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাসেদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিথা প্রমুখ।
এদিকে গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় এই নেতা কুষ্টিয়া জেলা গনঅধিকার পরিষদের আয়োজনে ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন। বিকেল ৪টার দিকে শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, গনঅধিকার পরিষদ (কেন্দ্রীয় সাংসদ) মোক্তারুজ্জামান বেলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় সাংসদ গনঅধিকার পরিষদের (জিওপি) সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। জেলা গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক এর সার্বিক তত্বাবধানে এবং জেলার সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ এর সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় গনঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল। কেন্দ্রীয় সাংসদ নেতা আহসান হাবিব, কেন্দ্রীয় সাংসদ নেতা শাকিল আহম্মেদ তিয়াস সহ জেলা, উপজেলা, পৌর কমিটির হাজারো নেতাকর্মী। পরে রাত সাড়ে সাতটার দিকে জেলা গনঅধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।