দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ৫২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


মনজিদ আলম শিমুল,দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ৫২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ডিসিসিআই-এর সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।
শনিবার (২২ মার্চ-২০২৫) নাজমা গার্ডেন এন্ড কমিউনিটি সেন্টারে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম-এর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ৫২ তম বার্ষিক সাধারণ সভার শুরুতেই শোক প্রস্তাব পাঠ করেন ডিসিসিআই-এর পরিচালক শাহ্ রেজাউর রহমান হিরু।
স্বাগত বক্তব্য রাখেন ডিসিসিআই-এর পরিচালক ও সাবেক সভাপতি মো. মোসাদ্দেক হোসেন। এরপর বিগত ৫১তম বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত সমূহ গঠন ও দৃঢ়করণ উপস্থাপন করেন ডিসিসিআই-এর পরিচালক মো. শামীম কবীর।
ডিসিসিআই-এর পরিচালক মো. রাহবার কবীর পিয়াল-এর সঞ্চালনায় ৫২তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ডিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, সহ-সভাপতি মো. জর্জিস আনাম, পরিচালক মোঃ আখতারুজ্জামান জুয়েল, সুজাউর রব চৌধুরী, আলহাজ্ব সৈয়দ সাগির আহমেদ, শাহেদ রিয়াজ পিম, মানবেন্দ্র দাস (মনোজ), মো. শামীম কবির, মো. রুবেল ইসলাম, মো. মোস্তফা কামাল মিলন, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, প্রতাপ কুমার সাহা পানু সহ প্রমুখ। ৫২তম বার্ষিক সাধারণ সভায় ডিসিসিআই-এর ১ জুলাই ২০২৪ হতে ৩০ জুন ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ডিসিসিআই-এর সচিব মামুন অর রশিদ।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক এমপি আক্তারুজ্জামান মিয়া, মো. খালেকুজ্জামান বাবু, শাহীন খান, রাজিউদ্দিন রাজু, মো. মোজাম্মেল, রবিউল আলম বাবু, আবু সাঈদ মজুমদার, আইনুল হক, ইসলাম উদ্দিন বাবু, গৌর গোপাল সাহা, বিপ্লব কুমার নাগ জয়।
৫২ তম বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৫-২০২৭ সালের দ্বি-বার্ষিক (২৪ মাস) মেয়াদী নির্বাচনের ফলাফল ঘোষনা এবং নব-নির্বাচিত পরিচালনা পরিষদের নিকট দায়িত্বভার হস্তান্তর করা হয়।
ডিসিসিআই-এর নব-নির্বাচিত পরিচালনা কমিটির সদস্যরা হলেন-সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, সহ-সভাপতি মো. শামীম কবির, পরিচালক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, মো. মোসাদ্দেক হোসেন, সুজাউর রব চৌধুরী, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, মোঃ জর্জিস আনাম, মো. মোকাররম হোসেন, আলহাজ্ব সৈয়দ সাগির আহম্মেদ, শাহেদ রিয়াজ পিম, মানবেন্দ্র দাস (মনোজ), মো. রুবেল ইসলাম, মো. মোস্তফা কামাল মিলন, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, মো. রাহবার কবীর পিয়াল, মো. রফিকুল ইসলাম মুক্তা, মো. মঞ্জুর মুর্শেদ সুমন, মো. শামীম কবীর অপু, মো. সাখাওয়াত হোসেন শিল্পী ও মো. রেজওয়ানুল ইসলাম রিজু।