রাজনীতি

ব্যক্তিগত সফরে কক্সবাজারে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সস্ত্রীক কক্সবাজারে অবস্থান করছেন। শুক্রবার দুপুরে তিনি কক্সবাজার পৌঁছান।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, শুক্রবার বিকালে মির্জা ফখরুল স্থানীয় একটি হোটেলে অবস্থান করেন। শনিবার তিনি পরিবারসহ ব্যক্তিগত ভ্রমণে বের হবেন। এ সফরে তিনি কোনো দলীয় নেতাকর্মীর সঙ্গে সাক্ষাৎ করবেন না বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, শনিবার রাতের ফ্লাইটে মির্জা ফখরুল কক্সবাজার ত্যাগ করবেন। তবে তার পরিবারের সদস্যরা আরও এক দিন অবস্থান করে ২৬ জানুয়ারি কক্সবাজার ছাড়বেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button