সিরাজগঞ্জ

হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের অনুমতি

মাহবুবুল আলম,সিরাজগঞ্জ (শাহজাদপুর) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র ও গুলি লুট এবং ১৫ পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

আজ বুধবার (২২ জানুয়ারি) সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও আবু সাঈদ এতথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুপুরে সাবেক মন্ত্রীকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে বিচারক ওমর ফারুক আব্দুল লতিফ বিশ্বাসকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করার জন্য আদেশ দেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button