শ্বশুর বাড়ীতে ১৯ কেজি গাঁজা নিয়ে ফেরার পথে পুলিশের হাতে আটক গৃহবধূ


ইয়ামিন হোসেন, ভোলা: ভোলায় শ্বশুরবাড়িতে শীতের পিঠার পরিবর্তে ১৯ কেজি গাঁজা নিয়ে ফেরার চেষ্টা করেন মিতু নামের এক গৃহবধূ। অবশেষে ইলিশা ফাঁড়ির ইনচার্জ তাজীব ইসলামের বিচক্ষণতায় পুলিশের হাতে আটক হলেন তিনি।
মঙ্গলবার দুপুরে ভোলার ইলিশা লক্ষ্মীপুর লঞ্চঘাট থেকে মিতু আক্তারকে ১৯কেজি গাঁজাসহ ইলিশা ফাঁড়ি ইনচার্জের নেতৃত্বে আটক করেন পুলিশের একটি টিম৷
আটককৃত মিতু আক্তার ভোলা চরনোয়াবাদ এলাকায় তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ১৯ কেজি গাঁজা নিয়ে আসেন।মিতু আক্তার মোস্তফা হাওলাদারের মেয়ে বলে জানা যায়।
ইলিশা পুলিশ তদন্তে কেন্দ্রের ইনচার্জ তাজীব ইসলাম বলেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে, ইলিশা ঘাটে অভিযান চালিয়ে, ১৯কেজি গাঁজা সহ লঞ্চ পল্টুন থেকে মিতু আক্তারকে আটক করি।
মিতু আক্তার এর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের উপ-পরিদর্শক তাজীব ইসলাম বলেন, মাদক, চোর, ছিনতাই ও সকল অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।