নান্দাইলে বিএনপির ৩১দফা বাস্তবায়ন প্রচারনায় জনসভা অনুষ্ঠিত


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির উদ্দোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১দফা বাস্তবায়ন প্রচারনায় নান্দাইল চৌরাস্তা চত্বরে রোববার (১৯ জানুয়ারি) এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জনসভায় গাংগাইল ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল্লাহ ভূইঁয়া ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে নান্দাইল রোড বাজার দলীয় কার্যালয় থেকে এক বিশাল র্যালী ডাক ঢুল বাজিয়ে অনুষ্ঠান মঞ্চে এসে পৌছান। পরে চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ নির্বাচনী এলাকার চার বার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর পুত্র ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরী। চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা: লিটন সরকার ও যুবদল নেতা শাহজাহান কবিরের সঞ্চালনায় উক্ত জনসভায় উপস্থিত থেকে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল কাদির, সাবেক জেলা যুবদলের নেতা ওমর ফারুক নোমানী, গাংগাইল ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল্লাহ ভূইঁয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা সদস্য মাসুম খান, উপজেলা যুবদল নেতা আবু হুরায়রা সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
প্রধান অতিথি নাসের খান চৌধুরী বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিচারের নামে প্রহসন করে তারেক রহমানকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে সাজা দিয়েছিল যেন তারেক রহমান দেশে ফিরতে না পারে। কিন্তু ছাত্রজনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। আওয়ামীলীগের করা মিথ্যা মামলা থেকে তারেক রহমান একের পর এক খালাস পাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই আপনাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ।
নাসের খান চৌধুরী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করতে হবে। ভবিষ্যতে নতুন কমিটি গঠন করা হবে, অনেকে অনেক ধরনের কথা বলবে, অনেক মতামত দিবে, এই মতামত গুলো বিবেচনা করে ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করতে হবে এবং আগামী নির্বাচনে দলীয় নেতাকর্মীরা জনসাধারনকে সাথে নিয়ে দলীয় লোকের পক্ষে ঐক্যবদ্ধ থেকে সকলকে কাজ করতে হবে।