ঘোড়াঘাটে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪ টা দিকে ঘোড়াঘাট পৌর বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে পৌর বিএনপির সহ সভাপতি মোঃ মনিরুজাম্মান জামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সাত্তার মিলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আল- মামুন,পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক গোলামরব্বানী,ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমরানসহ অনেকে।
মিলাদ মাহফিল শেষে ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।