রাজনীতি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ যদি এই দেশের মাটিতে রাজনীতি করার সুযোগ পায় তাহলে কালসাপ হয়ে জাতিকে দংশন করবে। সেজন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী কলেজ মাঠে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত কর্মী পূর্ণমিলনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার দাবি জানিয়ে নুর বলেন, না হলে রাজনীতির কালচার পরিবর্তন হবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে নতুন নতুন নেতৃত্ব উঠে আসবে; রাজনীতি ও নির্বাচনের সংস্কৃতে পরিবর্তন আসবে।

এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button