কামারখন্দে জামায়াতে ইসলামীর প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত


ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং ভদ্রঘাট ইউনিয়ন শাখার উদ্যোগে ওয়ার্ড এবং ইউনিট সভাপতি, সেক্রেটারি দের নিয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৮ টার দিকে শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার কুটিরচর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। ভদ্রঘাট ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম (জাহিদ)।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কামারখন্দ উপজেলা আমীর মাওলানা ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি জেনারেল নাঈম আহাম্মেদ, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হাকিম, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ফরিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মুনছুর আলী মিজান ইউনিয়ন যুব জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ প্রমুখ।