দিনাজপুর

ঘোড়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় উপজেলার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। এসময় তিনি বলেন, এই অভিযানে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিতের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মানে কাজ করতে হবে এবং প্রতিটি নাগরিক যেন তার বসবাসের স্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখে সে বিষয়ে সচেতন হতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মাবুদ, বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও তারুণ্যের উৎসব কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button