দিনাজপুর
ঘোড়াঘাটে মুদি দোকান পড়ে ভষ্মীভুত

ঘোড়ঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভাধীন পুরাতন বাজারের ব্যবসায়ী কাদেরুল ইসলামের মুদি দোকান পুড়ে ভষ্মীভুত হয়েছে। এতে দোকান মালিকের দাবি প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার রাত ৩টার দিকে পুলিশ ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে রাত ২ টার দিকে স্থানীয় লোকজন ঘোড়াঘাট ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘোড়াঘাট ফায়ার সার্ভিস টিম লিডার জিয়াউর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে অধিকতর তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা হবে।