দিনাজপুর

ঘোড়াঘাটে তারুণ্যর উৎসব শুরু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে তারুণ্যের উৎসব উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচী চলবে চলতি বছরের ১৯ ফেব্র“য়ারি পর্যন্ত।

আজ সোমবার বেলা ১০টার দিকে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ওসমানপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে শেষ হয়।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসবের এসব কর্মসূচী উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।

এ সময় তার সাথে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা মৎস্য অফিসার রিয়াজ মোঃ মোর্শেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মাবুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ সাদেকুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button