কালীগঞ্জের মৎস্য চাষীরা পেলো নানা উপকরন

0
134

মানিক ঘোষ, কালিগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জের সিআইজি মৎস্য চাষীরা পেলো নানা উপকরন। ২০১৯-২০ চলতি অর্থ বছরে ন্যালনাল এগ্রিকালচারাল টেকনোলজি গ্রোগ্রাম পেজ ২ প্রজেক্টের (এন এ টিপি-২) আওতায় তারা এ সুযোগ সুবিধা পান। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদচত্তর থেকে উপজেলার মোট ২২ টি সিআইজি খামারিদের মাঝে এ উপকরনগুলো বিতরন করা হয়।

এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে উপকরন বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতিয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা,মৎস সস্প্রসারন কর্মকর্তা মেজবাহুল জান্নাত প্রমুখ।

২২ টি সিআইজির মাঝে মোট ৪ হাজার ৪ শ কেজি ভাসমান খাবার, ১১’শ কেজি মাছের পোনা ও একটি করে বিলবোর্ড প্রদান করা হয়। এছাড়াও মৎসচাষীদের কল্যানে আরও সুযোগ সুবিধা নিশ্চিত করবেন বলে এ সময় স্থানীয় সাংসদ আশ্বাস প্রদান করেন।