মহামারীকালে অর্ধেক আসন ফাঁকা রেখেই চলবে ট্রেন: রেলমন্ত্রী

0
128
ফাইল ছবি।

করোনা মহামারীকালে অর্ধেক আসন ফাঁকা রেখেই ট্রেন চলাচলের যে ব্যবস্থা করা হয়েছে, তা অব্যাহত রাখা হবে। সে জন্য ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা তাদের নেই।বললেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বাংলাদেশ রেলওয়ের জন্য লাগেজ ভ্যান সংগ্রহে সোমবার রেলভবনে চীনের এক কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা জানান।

নুরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন– অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চালাতে। তিনি পণ্য পরিবহন করে রেলের আয় বাড়াতে বলেছেন। আমরা সেটিই গুরুত্ব দিয়েছি। নুরুল ইসলাম সুজন বলেন, সব ট্রেন আমরা পর্যায়ক্রমে চালানোর সিদ্ধান্ত নিয়েছি। করোনাভাইরাস সংক্রমণ এখন বাড়বে না কমবে তা এখনও আমরা নিশ্চিত নই। বাস আসন পূর্ণ করে আগের ভাড়ায় চলাচলের সিদ্ধান্ত নিয়েছে, আমরা তেমন কোনো সিদ্ধান্ত নিইনি।

মন্ত্রী বলেন, এখন পর্যন্ত আমরা রেলের ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নিইনি; তবে এ বিষয়ে গবেষণা চলছে ভবিষ্যতের জন্য।