দিনাজপুর

হাকিমপুর উপজেলার ভিডব্লিউবি চাল বিতরণ

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় গ্রামীণ দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ চত্বরে ভিডব্লিউবি চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজমুল হোসেন ও ট্যাগ অফিসার হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহকারি মাহফুজুর রহমান

এ সময় ইউপি সদস্য বকুল হোসেন, মাসুদ রানা, মহিলা ইউপি সদস্য বুলবুলি খাতুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়াররম্যান নাজমুল হোসেন বলেন, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় বোয়ালদাড় ইউনিয়নে পরিষদের ৯টি ওর্যাডে অতিদরিদ্র কার্ডধারী উপকারভোগী ৭২৭ জন নারীদের মাঝে ৩০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button