রাজধানী

ঢাকার বায়ুমান ঝুঁকিপূর্ণ: জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার বায়ুমান বর্তমানে মাঝে মাঝে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছাচ্ছে (AQI> 250)। এ অবস্থায় সবাইকে বাইরে গেলে মাস্ক পরার পরামর্শ দেয়া হয়েছে। সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে বায়ুমানের তথ্য নিয়মিত প্রকাশ করা হয়। জনগণকে এ তথ্য দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এছাড়াও, বায়ুদূষণ নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ করা হয়েছে। ইটভাটা, শিল্পকারখানার মালিকদের এবং সাধারণ মানুষকে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে বলা হয়েছে:

* কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা।

* নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা।

* নির্মাণসামগ্রী ঢেকে রাখা।

* নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেয়া।

* নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুইবার পানি ছিটানো।

* পুরনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করা।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button