আর আর এফ খুলনার বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ৪ ডিসেম্বর বুধবার জনাব মোঃ রেজাউল হক পিপিএম, ডিআইজি খুলনা রেঞ্জ; আরআরএফ,খুলনা পুলিশ লাইন্সে আগমন উপলক্ষে আরআরএফ,খুলনা পুলিশের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জনাব নওরোজ হাসান তালুকদার, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) আরআরএফ, খুলনা এবং আরআরএফ,খুূলনার একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড-অব-অনার প্রদান করেন।
পরবর্তিতে জনাব নওরোজ হাসান তালুকদার, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) আরআরএফ, খুলনা মহোদয় এর সভাপতিত্বে “বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল হক,পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ,বাংলাদেশ পুলিশ, খুলনা মহোদয়। ডিআইজি মহোদয় সকল পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং পুলিশের করণীয়-বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা তুলে ধরেন। উক্ত “বিশেষ কল্যাণ সভায়” উপস্থিত ছিলেন স্টাফ অফিসারসহ আরআরএফ, খুলনার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং ফোর্স ।