নওগাঁর ধামইরহাট সীমান্তে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

0
105

মোঃ সুইট হোসেন,নওগাঁ থেকে: নওগাঁর ধামইরহাট সীমান্তে ফেনসিডিলসহ দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ভোর সকাল ৫টার দিকে উপজেলার কালুপাড়া বিওপির নায়েক মো.দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্তবর্তী উস্তমাবাদ গ্রামে অভিযান চালায়। অভিযানে ভারতীয় ৪০ বোতল ফেনসিডিল বডিফিটিং অবস্থায় রুপনায়ারণপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে ইউনুস আলী (৩০) এবং একই গ্রামের বদিউল আলমের ছেলে মিঠুন (২৮) কে আটক করে।

এব্যাপারে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এস এম নাদিম আরেফিন সুমন,পিএসসি,জি বলেন,আটক মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের পূর্বক তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন,এই করোনা পরিস্থিতে দেশের অভ্যন্তরে যাতে কোন মাদক প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবির টহল অব্যাহত রয়েছে।