প্রবাস

মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট ভোগান্তিতে ইসলামী আন্দোলনের আলোচনা

আবুল মাজন রনি (মালয়েশিয়া): মালয়েশিয়ায় হঠাৎ করে এমআরপি পাসপোর্ট বন্ধ হাওয়াই ভোগান্তিতে প্রবাসীরা। অবৈধ হবার পথে হাজার হাজার প্রবাসী। পাসপোর্ট আবেদনের ৬ মাস পার হলেও পাসপোর্ট পাননি অনেক প্রবাসী। নির্ধারিত সময়ে পাসপোর্ট না পাওয়ায় ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেকের। ফলে মালয়েশিয়ার কোলালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কঠোর সমালোচনা করেন ইসলামিক আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়ার শাখার নেতৃবৃন্দ।

রবিবার বিকেলে মালয়েশিয়ার রাজধানী কোলালামপুর এর বুকের বিনতাং এর একটি হোটেলে ইসলামিক আন্দোলন মালয়েশিয়া শাখা আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে এই সমালোচনা করেন বক্তারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সভাপতি মুফতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী আবু হোরায়রার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের।

এসময় প্রধান অতিথি সংখ্যাানুপাতিক পদ্ধতির নানা কার্যকারী দিক তুলে ধরে বলেন রাজনৈতিক দলগুলো এই পদ্ধতিতে একমত। এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের মূল্যায়ন হবে এবং দলের প্রাপ্ত ভোটে নিজেদের সেরা প্রতিনিধিদের সংসদে প্রতিনিধি তো করতে পাঠাবে প্রতিনিধিরা তাদের সেরাটা দিয়েই জনগণের কল্যাণে কাজ করবে বলে জানান তিনি। এদিকে প্রবাসীরা পাসপোর্ট ভোগান্তিতে দ্রুত সমাধান চান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button