বাংলাদেশে চীনা ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি

0
99

অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়ার শর্তে চীনা কোম্পানি সিনোভ্যাককে বাংলাদেশে ট্রায়ালের অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটিকে এরইমধ্যে এই ট্রায়াল চালাতে বলা হয়েছে। যে ভ্যাকসিনই আসুক, তার ট্রায়াল লাগবে। তাই নীতিগতভাবে পরীক্ষামূলক প্রয়োগের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, যারা স্বেচ্ছায় করোনা ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে করতে আগ্রহী হবে তাদেরকেই অনুমতি দেয়া হবে। তবে ডিসেম্বর-জানুয়ারির আগে দেশে ভ্যাকসিন আসার সম্ভাবনা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন পাওয়া যেতে পারে জুন জুলাইতে। এর আগে, আইসিডিডিআরবিকে এই ট্রায়ালের অনুমোদন দেয়, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল-বিএমআরসি। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য এতদিন তা ঝুলে ছিল।