ক্রিকেট

বাংলাদেশের হারে সাকিবকে ধুয়ে দিলেন শেবাগ

দক্ষিণ আফ্রিকাকে নাগালে পেয়েও জিততে পারল না বাংলাদেশ। গতকাল নিউইয়র্কে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মাত্র ৪ রানে হেরে যায় টাইগাররা। এ ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ ছিলেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান। বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট করতে নেমে মাত্র ৩ রানে আউট হয়ে যান তিনি। এরপরই তারকা এ অলরাউন্ডারের সমালোচনায় মেতেছে ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ।

গত ৬ মাস থেকে নানা কারণে ভুগছেন সাকিব। ইনজুরির কারণে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের শেষ দিকে খেলা হয়নি তার। তার নেতৃত্বও বাজে গেছে, পড়েছেন চোখের সমস্যাতেও। এরপর দীর্ঘ বিরতি দিয়ে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে ফিরেছিলেন তিনি।

প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের পরে শেবাগ জানিয়েছেন, বাংলাদেশের রান তাড়ার সময় একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে সাকিবের বড় ভূমিকা থাকা দরকার ছিল। অথচ আনরিখ নরকিয়ার একটি শর্ট বল খেলতে গিয়ে বিদায় নেন তিনি।

এ নিয়ে ক্রিকবাজে শেবাগ বলেন, ‘তাকে যদি দলে অভিজ্ঞ হিসেবে নেওয়া হয়, তবে আমরা এর কিছুই দেখতে পাচ্ছি না। তাকে অন্তত উইকেটে কিছুক্ষণ থাকতে হতো, এটা এমন না যে আপনি হেইডেন অথবা গিলক্রিস্ট যারা শর্ট বলে পুল শট খেলতে পারে। আপনি বাংলাদেশের একজন ক্রিকেটার। নিজের মান অনুযায়ী খেলুন। আপনি যখন হুক বা পুল খেলতে পারেন না, তখন আপনি যেটা পারেন সেটাই খেলুন।’

এর আগে বাংলাদেশ শ্রীলংকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল। তবে সেই ম্যাচেও ব্যর্থ ছিলেন সাকিব। ১৪ বল খেলে ৮ রান করেছিলেন। এ নিয়ে শেবাগ বলেন, ‘তার এই স্কোরগুলোর জন্য তাকে লজ্জিত হওয়া উচিৎ। এমনকি তার বোঝা উচিৎ টি-টোয়েন্টিতে তার আর দেওয়ার কিছু নেই এবং অবসরের ঘোষণা দেয়া উচিৎ।’

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button