বিনোদন

নির্বাচনে জিতে যা বললেন কঙ্গনা

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়ে জয়ী হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আর জিতেই জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া।

ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, মান্ডির মানুষকে আমার ভালোবাসা। আমি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা ও বিশ্বাসের জন্য ধন্যবাদ। এই জয় সবার। এই জয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জির। ভারতীয় জনতা পার্টির জয়। এই জয় সনাতন ধর্মের জয়!

তিনি আরও লিখেছেন, এই মুহূর্তে আমি আবেগপ্রবণ। আমি কৃতজ্ঞ, মান্ডির মানুষ ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছেন, নরেন্দ্র মোদিজিকে বেছে নিয়েছেন।

প্রসঙ্গত, হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে কঙ্গনা রানাওয়াত পেয়েছেন ৫ লাখ ৩৭ হাজার ২২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী বিক্রমাদিত্য সিং পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার ২৬৭ ভোট। অর্থাৎ ৭৪ হাজার ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন এই অভিনেত্রী।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button