হেমনগরে বর্ধিত সভায় দোয়াত-কলম প্রতীকের কর্মী-সমর্থকদের ঢল

0
87

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আগামী ৫ জুন গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিনের দোয়াত কলম প্রতীকের পক্ষে হেমনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন হেমনগর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। যুগ্ম আহবায়ক মাসুদ খান নাসিরের পরিচালনায় বক্তব্য রাখেন, গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও প্রার্থী ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন। গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এবং টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য এসএম রফিকুল ইসলাম। নগদা শিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেলসহ হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান মারুফ হাসান জামী, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম, উপজেলা যুবলীগের আহবায়ক আরিফুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শফিকুল ইসলাম শফিকসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।

বর্ধিত সভায় হেমনগর ইউনিয়নের দোয়াত কলম প্রতীকের শত শত কর্মী সমর্থকদের ঢল নামে এবং দোয়াত কলম প্রতীকে ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।