নাগরপুরে শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন মজিবুল ইসলাম পান্না

0
226

কেএম সুজন, টাংগাইল প্রতিনিধি:টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নাগরপুর উপজেলা শাখার নবনির্বাচিত শিক্ষক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নাগরপুর প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয়ের ছোট ভাই ও সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম পান্না।

নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: সহিনুর রহমান খান,নির্বাহী সভাপতি মোঃ হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খোশনবীস,নবনির্বাচিত নাগরপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: হোসেন মিয়া,নির্বাহী সভাপতি মো: ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা রলে সহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।

এর আগে নাগরপুর উপজেলা পরিষদ হলরুমে নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।