চিতলমারীতে হীরা ধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

0
22

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারীতে চলতি বোরো মৌসুমে রোগ-বালাই সহিষ্ণু বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল হাইব্রিড হীরা ধানের বাম্বার ফলন হয়েছে।

চাষকৃত জমিতে বিগত যে কোন বছরের থেকে এ বছরে ধানের ফলন তুলনামূলক অনেক ভালো এমনটি জানিয়েছেন উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কীর্ত্তনখালী গ্রামের হাইব্রীড হীরা ধান-৯ এর প্রদর্শনী চাষি বিলাশ মন্ডল ও লিটন মন্ডলসহ এলাকার অধিকাংশ কৃষক।

বুধবার বিকাল ৩ টায় সুপ্রীম সীড কোম্পানী লিমিটেড এর হাইব্রিড হীরা ধানের মেগা মাঠ দিবস অনুষ্ঠানের তারা এসব কথা জানান। মাঠ দিবসে স্থানীয় ইউপি সদস্য রবিন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে ও বাগেরহাট রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মোর্শেদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম হীরা ধানের সিনিয়র এজিএম কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সুন্দরবন- জাজিরা জোনের জোনাল ম্যানেজার কৃষিবিদ মশিউর রহমান, চিতলমারী উপ-সহকারী কৃষি কর্মকর্তা রঞ্জন কুমার মণ্ডল, স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য উষা বিশ্বাস, সুপ্রীম সীডের চিতলমারী ডিলার ও মেসার্স সেতু ট্রেডার্সের সত্ত্বাধিকারী রেজাউল করিম। মাঠ দিবস অনুষ্ঠানে এলাকার দুই শতাধিক চাষি অংশ গ্রহণ করেণ। একই সাথে তারা আগামীতেও সুপ্রীম সীডের হীরা ধানের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেণ।