উপজেলা নির্বাচন: বীরগঞ্জে চেয়ারম্যান পদে ৬ জন সহ ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

0
41

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী ২য় পর্যায়ের উপজেলা পরিষদের নির্বাচনে ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান পদে- ৬, ভাইস চেয়ারম্যান পদে- ৪ , মহিলা ভাইস চেয়ারম্যান পদে- ৩ জন সহ মোট ১৩ জন প্রার্থী।

২১ এপ্রিল বীরগঞ্জ উপজেলার নির্বাচনে প্রার্থী হিসাবে যারা অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন

চেয়ারম্যান পদে- বর্তমান উপজেলা চেয়ারম্যান, সাবেক এমপি, দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলী সদস্য (আ’লীগ) মোঃ আমিনুল ইসলাম।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সদস্য (আ’লীগ) আবু হোসাইন বিপু।

৭ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান (আ’লীগ) ওয়াহেদু জামান বাদশা।

বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ মনোয়ার হোসেন।

৩ নং শতগ্রাম ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান (জামাত ঘরানার) কেএম কুতুব উদ্দিন।

দিনাজপুর জেলা বিএনপি’র উপদেষ্টা, বীরগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভিপি মোঃ রেজওয়ানুল হক রিজু।

ভাইস চেয়ারম্যান পদে- বর্তমান ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, রশিদুল ইসলাম, পরিমল কুমার রায় ও মামুনুর রশিদ মামুন অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে- বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান (আ’লীগ নেত্রী) শাহনাজ পারভীন, সাবেক পৌর কাউন্সিলর (আ’লীগ নেত্রী) অনিতা রানী রায় অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

বীরগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী জানায়, উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৬৫ হাজার ৫৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৩ হাজার ৬৭৫ জন, নারী ভোটার ১ লক্ষ ৩১ হাজার ৮৭৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন রয়েছে। ভোট কেন্দ্র ১০৪টি ও বুথের সংক্ষা ৭৩৮টি। এ উপজেলায় ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।