মোংলায় তীব্র তাপদাহে অতিষ্ঠ নিম্ন আয়ের মানুষ

0
136

সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: মোংলায় তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। প্রচণ্ড তাপদাহে পুড়ছে উপকূলীয় এই উপজেলা।তীব্র গরমে অতিষ্ঠ এখানকার জনজীবন। আজ শনিবার (২০ এপ্রিল) দুপুরে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ছিলো ৩২%।

মোংলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক মোঃ মাসুদ রানা জানান, মোংলায় তাপদাহ বয়ে যাচ্ছে আগামী ১থেকে ২ দিনের মধ্যে বৃষ্টির তেমন কোন সম্ভবনা নেই, এর ফলে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। মোংলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার কারণে গত কয়েক দিন ধরে বেলা বাড়ার সাথে সাথে রাস্তা-ঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। লোকজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

তীব্র তাপপ্রবাহে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। দিনমুজুর কাজ করতে পারছেন না।আশ্রয় নিচ্ছে গাছের নিচে।তীব্র গরম আর অন্যদিকে ঘনঘন লোডশেডিং- সব মিলিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।একটু স্বস্তি পেতে ছুটে যাচ্ছেন ঠান্ডা পানিও দোকানে।