কেএমপি’র অভিযানে গাঁজা, ইয়াবা এবং ফেন্সিডিলসহ গ্রেফতার ৮

0
66

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) রবিউল ইসলাম(৩৮), পিতা-মৃত: আঃ ছাত্তার, সাং-টুটপাড়া তালতলা হাসপাতাল বাইলেন, থানা-খুলনা; ২) রানা মৃধা(২১), পিতা-মৃত: লোকমান মৃধা, সাং-৪নং ফুডঘাট, থানা-খুলনা; ৩) মোঃ সিফাত হাওলাদার(২০), পিতা-মোঃ মোজাম্মেল হাওলাদার, সাং-৪নং ফুডঘাট, থানা-খুলনা; ৪) মোঃ হাকিম মৃধা(২৫), পিতা-গোলাম রহমান, সাং-কমরপুর, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-জিরোপয়েন্ট, থানা-হরিণটানা; ৫) মোঃ শাকিল শেখ(২৪), পিতা- মোঃ সিদ্দিকুর শেখ, সাং- গ্রাম- সেনহাটি, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা; ৬) মোঃ শামীম(২৫), পিতা-মোঃ আব্দুর রব, সাং-দড়িরাম শংকর পাটুয়ারী বাড়ি, থানা-ভোলা সদর, জেলা-ভোলা; ৭) মোঃ সাব্বির হোসেন@ছোটু (২২), পিতা-মৃত: আকবর কোরেইশী, সাং-কবির বটতলা, থানা-দৌলতপুর এবং ৮) মোঃ তুষার শেখ(২৬), পিতা-মৃত: সাহেব আলী শেখ, সাং-নিরালা আবাসিক, থানা-খুলনা, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ০১ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৫ বোতল ফেন্সিডিল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৭ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সদর দপ্তরের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার ( এডিসি , হেডকোয়ার্টার , কেএমপি ) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-সেবা, ২৯ মার্চ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।