শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বধীনতা ও জাতীয় দিবস পালিত

0
111

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ পালিত হয়েছে। ২৬ মার্চ মঙ্গলবার দিবসটি উদযাপণ উপলক্ষে শ্রীনগর উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

এদিন সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে সকাল ৯ টার দিকে শ্রীনগর স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড পরিদর্শন, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসাইনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যার মো. মসিউর রহমান মামুন, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, উপজেলার ভাইস চেয়ারম্যার ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য, প্যালেন চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ্ কিসমত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তোহা মোহাম্মদ শাকিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর, বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন মাস্টার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ, সমাজসেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, হাঁসাড়া ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান খান, কুকুটিয়া ইউপি চেয়ারম্যান মো. বাবুল হোসেন বাবু, ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, রাঢ়িখাল ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিল, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যা কাজী মনোয়ার হোসেন শাহাদাত, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. আরিফ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, সাধারণ সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজন, যুগ্ন-সাধারণ সম্পাদক আলাউদ্দিন সিকদার সুমন, সদস্য এ্যাডভোকেট মো. কামরুজ্জামান হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাদ শিকদার, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরোজা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাওন খান, সরকারি শ্রীনগর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম লিমন, মহিলা আওয়ামী লীগ নেত্রী মর্জিনা বেগম মুন্নীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, গনমাধ্যম কর্মীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।