নেত্রকোণায় কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির দক্ষ সেচ ব্যবস্থাপনার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
45

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির দক্ষ সেচ ব্যবস্থাপনার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিএডিসি সেচ বিভাগ নেত্রকোণার উদ্যোগে বিএডিসি সেচ ভবনের সম্মেলন কক্ষে নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহানের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাফিকুজ্জামান।

অন্যদের মধ্যে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম, বিএডিসি নেত্রকোণা জোনের সহকারী প্রকৌশলী আতিকুর রহমান,উপজেলা কৃষি অফিসার রেহনুমা নওরীনসহ আরো অনেকেই।

অনুষ্ঠানে বক্তারা বলেন বিএডিসি’র পানি ব্যবহারকারীর গ্রুপের সুবিধাভোগী কৃষকদের ভূ-গর্ভস্থ পানির সর্বোত্তম ব্যবহার, স্মার্ট সেচ ব্যবস্থাপনা ও পানি অপচয়রোধকল্পে সেচনিয়ন্ত্রক পাইপ (সেনিপা) ব্যবহার করণের নিয়মাবলি এবং এর উপকার ফসলের পরিচর্যা ও বিভিন্ন ফসলে সেচ প্রদান পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সেচনিয়ন্ত্রক পাইপ (সেনিপা) সরবরাহ করা হয়।