উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান: ৭ দালালকে কারাদন্ড

0
93

মনির হোসেন জীবন: রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ৭ জনকে আটকের পর তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)’র ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার এবং সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ মাহফুজুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার আনুমানিক বেলা ১১ টা থেকে শুরু করে বিকেল ৩ টা পর্যন্ত র‌্যাব-১, উত্তরার একটি দল রাজধানীর উত্তরা পশ্চিম থানার উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজাহারুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত কর্তৃক অবৈধ পন্থা অবলম্বনের দায়ে ভ্রাম্যমান আদালত দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক দালাল চক্রের সক্রিয় সদস্য ফিরোজ আলম স্বপন (৪৬)’কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড, মোঃ মোতালেব হোসেন (৩৩)’কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড জিয়াদ রহমান আয়স (২৯)’কে ১ মাসের দিনের বিনাশ্রম কারাদন্ড, ফিরোজ আলম (৩৬)’কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড, মোহাম্মদ মিনহাজ হোসেন শান্ত (২৩)’কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, মোহাম্মদ মাহিনুল ইসলাম স্মরণ (২২)’কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং মোঃ স্বপন হোসেন (২৫)’ কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।