১০ টাকায় আট পদের ইফতার বাজার

0
76

রমজানে নামমাত্র দশ টাকার বিনিময়ে ৩ শতাধিক মানুষ পেয়েছে আট পদের ভরপুর ইফতার বাজার। ব্যতিক্রমী এই ‘১০ টাকায় ইফতার বাজার’ উদ্যোগের দেখা মিলেছে মুন্সীগঞ্জে। গতকাল শনিবার সকালে টঙ্গিবাড়ী উপজেলার স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চবিদ্যালয় মাঠে পেঁয়াজ, ডাল, খেজুর, চিনি, তেল, চিড়া, ছোলা বুট ও মুড়ির স্টল নিয়ে বসে স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন। সঙ্গে সরবরাহ করা হয় বাজারের ব্যাগ। এ সময় দেখা যায়, প্রতিজন ক্রেতা লাইনে দাঁড়িয়ে ১০ টাকার বিনিময়ে প্রথমে ব্যাগ সংগ্রহ করেন। এরপর পৃথক স্টল থেকে প্রতিটি পণ্য এক কেজি করে সংগ্রহ করেন। ক্রেতাদের সহায়তায় প্রতি স্টলেই ছিলেন স্বেচ্ছাসেবকরা।

এ সময় বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা জানান, দরিদ্র মানুষের আত্মসম্মানের কথা মাথায় রেখে পণ্যগুলো বিনা মূল্যে না দিয়ে ধরা হয়েছে নামমাত্র মূল্য। আর বাজার থেকে কেনার অনুভূতি দিতে সাজানো হয়েছে স্টল। প্রথম ধাপে ৩ শতাধিক মানুষের মাঝে পণ্য বিতরণ করা হয়েছে। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে পুরো রমজানজুড়েই এই কার্যক্রম অব্যাহত রাখার ইচ্ছা আছে।

ইফতার বাজারে আসা আরফান নেসা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি বিধবা। মেয়ে ও নাতি-নাতনিদের নিয়ে ভাড়া বাসায় থাকি। বাজারের যে অবস্থা তাতে খুব কষ্টে আছি। ১০ টাকায় এখন কাঁচা মরিচও পাওয়া যায় না। সেখানে এতগুলো পণ্য পেয়ে আমি খুব খুশি।’

স্থানীয় পয়সাগাঁও এলাকার মনোয়ারা বেগম বলেন, ‘আমাগো দেশে রোজা আসলেই বাজারে সবকিছুর দাম বাইড়া যায়। এর মধ্যেও সামান্য ১০ টাকায় এতকিছু পামু কল্পনাও করি নাই। বড়লোক যারা আছে তারাও যদি আগাইয়া আহে আমাগো মতো গরিবরা কয়টা খাইয়া বাঁচবো।’

মূলচর এলাকার ষাটোর্ধ্ব নারী রেজিয়া বেগম বলেন, ‘১০ টেকায় আট পদ পাইছি। এই জামানায় এই কথা বাসায় গিয়া কইলে কেউ বিশ্বাসই করব না। কইবো ভিক্ষা কইরা আনছি। কিন্তু না, আমি কিনা নিছি এতকিছু, এইটা আমার গর্ব।’

৩ বছর ধরে রমজানে নিম্ন আয়ের মানুষের সেবায় ১০ টাকার বিনিময়ে ইফতার সামগ্রী বিতরণ করছে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি। পাশাপাশি ঈদুল ফিতরের দিন ১০ টাকায় গরুর মাংস বিতরণ, প্রতিবছর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি উৎসব এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড করে থাকে সংগঠনটি।