ঘোড়াঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

0
45
ঘোড়াঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবসে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে র‌্যালী ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শনের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

রোববার সকাল ১১টায় ঘোড়াঘাট সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপি ও গ্রাম বিকাশ কেন্দ্রের প্রসপারিটি প্রকল্পের সহযোগীতা র‌্যালী ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার, উপসহকারী প্রকৌশলী মো. রাশেদুল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলেন্ড গমেজ, গ্রাম বিকাশ কেন্দ্রের প্রসপারিটি প্রকল্পের সহকারী কারিগরি কর্মকর্তা পুষ্টি ফারুক হোসেন, জীবিকায়ন দীপক চন্দ্র রায় ও আলমগীর হোসেন প্রমুখ। এছাড়াও ঘোড়াঘাট সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।