বাগেরহাটে শহীদ নায়েক আব্দুল জব্বার দুইটি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

0
124

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের সদর উপজেলার শহরতলীর শহীদ নায়েক আব্দুল জব্বার সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান বৃহস্পতিবার (০৭ মার্চ) সমাপ্ত হয়েছে। দুইটি বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৭০ টি ইভেন্টে মোট ১৯০ জন ছাত্র ছাত্রী অংশ নেয়।

পরন্তু বিকালে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শহীদ নায়েক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ রুস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম মোল্লা, গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শমশের আলি, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস, এম মোর্শেদ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস তালুকদার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আক্কাসআলি হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস শেখ, বীর মুক্তিযোদ্ধা আকব্বর আলী, বীর মুক্তিযোদ্ধা এছাক ডাকুয়া, ইউপি সদস্য শিক্ষক আসাদুজ্জামান মোহন, ইউপি সদস্য শাহানেওয়াজ বিপ্লব, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান, শিক্ষক মোঃ কবির হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ বাদসা গাজী, শেখ নজরুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক শেখ, মোঃ হায়দার আলী শেখ ও মোঃ জসিম শেখ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন শহীদ নায়েক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক খান রেজাউল ইসলাম।