কর ব্যবস্থাপনায় সংস্কারের পরামর্শ দিয়েছে আইএমএফ

0
147

রাজস্ব বাড়ানো এবং কর ব্যবস্থাপনায় সংস্কারে পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল। যে সব খাতে কর ছাড় দেয়া হয়েছে তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সোমবার (৪ মার্চ) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে সফররত আইএমএফের প্রতিনিধি দল। এ সময় তারা এ পরামর্শ দেন।

৪৭০ কোটি ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে আইএমএফ। এরই মধ্যে দুই কিস্তিতে ঋণের ১১৫ কোটি ডলার ছাড় করেছে সংস্থাটি। ঋণের শর্ত হিসেবে রাজস্ব আদায় বৃদ্ধি এবং কর ব্যবস্থাপনায় সংস্কারসহ বেশ কিছু শর্ত দিয়েছিল সংস্থাটি। রাজস্ব সংক্রান্ত শর্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করছে প্রতিনিধি দলটি। এসব বিষয়ে কয়েক দফা বৈঠক হওয়ার কথা রয়েছে।