ধামরাই বড় বাজার দুর্গা মন্দিরে ১২তম হনুমান পূজোৎসব উদযাপিত

0
78

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে ধামরাই উপজেলার পৌর শহরের প্রাণকেন্দ্র বড় বাজার মহল্লায় পাঁচশত বছরের সুপ্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরে বাৎসরিক ১২তম হনুমান পূজোৎসব -২০২৪ বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটি ও বাৎসরিক হনুমান পূজোৎসব -২০২৪ উদযাপন কমিটির বর্ণাঢ্য আয়োজন হাজার হাজার ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আনন্দঘন উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে।

শনিবার (২ মার্চ) ধামরাই বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা-নাট মন্দিরে সকাল থেকেই মন্দিরের পুরোহিত শ্রী মানিক লাল গোস্বামীর পৌরহিত্যে বাৎসরিক হনুমান পূজোৎসব শুরু হয় এরপর দুপুর দুইটার দিকে পূজা শেষে সকল উপবাসী ভক্তবৃন্দ অঞ্জুলী প্রদান অন্তে দুপুর থেকে রাত পর্যন্ত এতদ্ অঞ্চলের সর্বস্তরের ভক্তবৃন্দ প্রসাদ সেবায় অংশ গ্রহণ করেন, কমিটির পক্ষ থেকে প্রসাদ বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়।

এ’সময় উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি শ্রী নীল রতন পাল, মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল, মন্দির কমিটির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ শ্রী শ্যাম গোপাল পাল,মন্দির কমিটির কর্মকর্তাবৃন্দ সঞ্জীব চৌধুরী, নিতাই চাঁদ সন্ন্যাসী, প্রাণ গোপাল পাল পানু,স্বরাজ পাল,নিত্য পাল,প্রশান্ত পাল,লিটন পাল (টাবু),গোপী পাল ও হনুমান পূজোৎসবের কর্মকর্তাবৃন্দ সুজন পাল,গনেশ পাল,সঞ্জীত পাল,গোলক পাল,রিংকো বসাক সহ মন্দির ও হনুমান পূজোৎসবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও হাজার হাজার ভক্তবৃন্দ এ’সময় উপস্থিত ছিলেন।